menu-iconlogo
huatong
huatong
shitom-ahmed-chorabali---lofi-cover-image

Chorabali - lofi

Shitom Ahmedhuatong
patxymeirahuatong
Lirik
Rakaman
চোরাবালি মন তোমার

কেন শুধু লুকিয়ে থাকো?

একটু আড়াল হয়ে আমায় দেখো

চোরাবালি মন তোমার

কেন শুধু লুকিয়ে থাকো?

একটু আড়াল হয়ে আমায় দেখো

যদি কোনো চিত্র আঁকি

পৃথিবীর সবচেয়ে দামী

সে চিত্রতে তুমি perfectly বসো

কেন লাগে শূন্য শূন্য বলো

তোমায় ছাড়া এত?

তুমি কি তা বলতে পারো?

কেন লাগে শূন্য শূন্য বলো

তোমায় ছাড়া এত?

তুমি কি তা বলতে পারো?

তুমিও কি কাজের ফাঁকে

মনে করো আমার নাম?

আমার মতো করে তোমায়

চাবে না কেউ, বলে দিলাম

তবু মনের কিছু আশা

এমন করে ভালোবাসা

তোমার স্মৃতি আমার কাছে

খুব আদরে ভালো আছে

তবু মনে কিছু আশা

এমন করে ভালোবাসা

কেন লাগে শূন্য শূন্য বলো

তোমায় ছাড়া এত?

তুমি কি তা বলতে পারো?

কেন লাগে শূন্য শূন্য বলো

তোমায় ছাড়া এত?

তুমি কি তা বলতে পারো?

Lebih Daripada Shitom Ahmed

Lihat semualogo

Anda Mungkin Suka