পাগলি তোর পাগলা কই?
পাগলা তোর পাগলি কই?
পাগলি তোর পাগলা নাই?
আহারে, পাগলির পাগলা নাই
পাগলা তোর পাগলি হতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই
পাগলা তোর পাগলি হতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই
তোর মন police-এর হাতে আমি
Arrest হতে চাই
তোর প্রেমের কারাগারে
আমি বন্দী হতে চাই
তোর মন police-এর হাতে আমি
Arrest হতে চাই
তোর প্রেমের কারাগারে
আমি বন্দী হতে চাই
পাগলা তোর পাগলি হতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই
পাগলি তোর পাগলা হতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই
তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারায়
আমার এ মন বারবার হারায়
তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারায়
আমার এ মন বারবার হারায়
তুই থাকলে কাছে হৃদয় বাঁচে
ভেতর ঘরে একটা আলো দেখতে পাই
পাগলি তোর পাগলা হতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই
পাগলা তোর পাগলি হতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই
পাওয়া, না পাওয়া
আমার মওলার হাতে
মওলা চাইলে সবই পাড়ে
পাওয়া, না পাওয়া
আমার মওলার হাতে
মওলা চাইলে সবই পাড়ে
মওলা, আমি যেন তারে সাথে পাই
এপার-উপার সুখে থাকতে চাই
মওলা, আমি যেন তারে সাথে পাই
এপার-উপার সুখে থাকতে চাই
পাগলা তোর পাগলি হতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই
পাগলি তোর পাগলা হতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই
এপার-উপার সুখে থাকতে চাই
তোর প্রেমনলে পুইড়া হবো ছাই