menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi takale e chokhe by milon

Shuvro Devhuatong
milon🇧🇩🎻🎸🎸🎷huatong
Lirik
Rakaman
তুমি তাকালে এ চোখে কিছু বলতে পারিনা

পাশে নেই তা ও আমি ভাবতে পারিনা

জানিনা কি হয় একি ভালবাসা নয়

একি ভালবাসা নয় ।

তুমি তাকালে এ চোখে কিছু বলতে পারিনা

পাশে নেই তা ও আমি ভাবতে পারিনা

জানিনা কি হয় একি ভালবাসা নয়

একি ভালবাসা নয় ।

মন ছুটে যায় বারে বারে এক সুখেরই অভিসারে

ও ও ও রাত কেটে যায় জেগে থেকে

এ হৃদয়ের ছবি এঁকে

আমি তোমাকে ছাড়া যে কিছু ভাবতে পারিনা

তবু তোমাকে নিয়ে যে করি স্বপ্ন রচনা

জানিনা কি হয় একি ভালবাসা নয়

একি ভালবাসা নয়

এক আশা আজ মনে মনে

চাই তোমাকে এ জীবনে

ও ও ও যদি ঐ গান শুন তুমি

জানবে কি চাই শুধু আমি

বোবা মনটা কেন যে কিছু বলতে পারেনা

তবু তোমাকে নিয়ে যে করি স্বপ্ন রচনা

জানিনা কি হয় একি ভালবাসা নয়

একি ভালবাসা নয়

তুমি তাকালে এ চোখে কিছু বলতে পারিনা

পাশে নেই তা ও আমি ভাবতে পারিনা

জানিনা কি হয় একি ভালবাসা নয়

একি ভালোবাসা নয়

একি ভালোবাসা নয়

একি ভালোবাসা নয়।

Lebih Daripada Shuvro Dev

Lihat semualogo

Anda Mungkin Suka