menu-iconlogo
logo

কি নামে ডেকে বলবো তোমাকে

logo
Lirik
কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে

যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে

যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে

কি করি ভেবে যে মরি বলবে কি লোকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে

পালাতে পারি নি আমি যে দিশাহারা

দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা

পালাতে পারি নি আমি যে দিশাহারা

দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে

জানি না তোমার মনেও কি এত প্রেম আছে

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে

জানি না তোমার মনেও কি এত প্রেম আছে

সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে oleh Shyamal Mitra - Lirik dan Liputan