menu-iconlogo
huatong
huatong
avatar

Keno evabe kadao by Rocky (GreenLand)

Singer/Hridoy Khanhuatong
Rσƈƙყ🎾🅶🅻🅵huatong
Lirik
Rakaman
এমন কেন খেলো আমায় নিয়ে?

পেয়ে হারাবার ব্যথা, যাও কেন দিয়ে?

জীবন যেন খেলছে নিঠুর খেলা

ভালোবাসা যায় ঢেকে অবহেলায় হায়

কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো

হাসি খেলা পুরোনো

ভালো লাগে না

কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো

হাসি খেলা পুরোনো

ভালো লাগে না (লাগে না, লাগে না)

(না, না)

অবেলায় না বলা, আবেগে জড়িয়ে

এ মনে একেঁছি, কত ডেকেছি যে

তোমায়

অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে

বোঝ কি সে কথা না বলা ব্যথা যে

আমায়

অবহেলার এ চাদরে

ভালোবাসার আদর

রেখেছ যে আড়াল করে, কেন?

কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো

হাসি খেলা পুরোনো

ভালো লাগে না

কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো

হাসি খেলা পুরোনো

ভালো লাগে না

যে ভুলে গেছ যে, আমাকে ভুলে

সে ভুল বুঝবেই, আমাকে খুঁজবেই

আবার

যে মায়ার ছায়াতে ঘিরে যে ছিলে

সে মায়া টানবেই, ফিরিয়ে আনবেই

তোমায়

অবহেলার এ চাদরে

ভালোবাসার আদর

রেখেছ যে আড়াল করে, কেন?

এমন কেন খেলো আমায় নিয়ে?

পেয়ে হারাবার ব্যথা, যাও কেন দিয়ে?

জীবন যেন খেলছে নিঠুর খেলা

ভালোবাসা যায় ঢেকে অবহেলায় হায়

কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো

হাসি খেলা পুরোনো

ভালো লাগে না

কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসা কোনো

হাসি খেলা পুরোনো

ভালো লাগে না

Lebih Daripada Singer/Hridoy Khan

Lihat semualogo

Anda Mungkin Suka

Keno evabe kadao by Rocky (GreenLand) oleh Singer/Hridoy Khan - Lirik dan Liputan