menu-iconlogo
huatong
huatong
avatar

Kadche Akash/কাঁদছে আকাশ কাঁদছে মন,বাপ্পা মজুমদার, সবুজ মনের বর্ষা বন্দনা.....

SMA's Music Library...huatong
Toton_SMA🎼🌱huatong
Lirik
Rakaman
সবুজ মনের বর্ষা বন্দনা.....

কাঁদছে আকাশ কাঁদছে মন

রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন

কাঁদছে আকাশ কাঁদছে মন

রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন...

বন্ধু তুমি ফিরে... এসো

স্বপ্ন ছোঁয়ার বাদল দিন,

বৃষ্টি ধারায় শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ

কথা : তানভীর সজীব

সুর: বাপ্পা মজুমদার

বন্ধু আমি, একলা বসে

আশা নিরাশার বাদল দিন

বৃষ্টি ধারায় শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ

বৃষ্টি ধারায় শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ।

কারাওকে মিউজিক ট্র‍্যাক আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী....

ও আকাশ কি আমারই মত

স্বপ্ন বেচেও স্বপ্নহীন

বৃষ্টি ধারায় শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ

বৃষ্টি ধারায়, শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ।

বন্ধু তুমি ফিরে এসো

স্বপ্ন ছোঁয়ার বাদল দিন

বৃষ্টি ধারায় শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ.

Lebih Daripada SMA's Music Library...

Lihat semualogo

Anda Mungkin Suka