menu-iconlogo
huatong
huatong
avatar

এই মুখরিত জীবনের

Soulshuatong
Rana_E_R_S..huatong
Lirik
Rakaman
এই মুখরিত জীবনের

Singer: Souls

Arranged By Rana

*************

*************

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে

*************

*************

ঝিনুক শামুকে ভরা বালুর চরে

ঢেউয়ের সাথে নেচেছি,

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি

ঝিনুক শামুকে ভরা বালুর চরে

ঢেউয়ের সাথে নেচেছি,

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি

ওরে ছুটে যাই চল,

সেই সাগরো তীরে

ওরে খুঁজে নেই চল,

ফেলে আসা মুক্ত হীরে

ওরে ছুটে যাই চল,

সেই সাগরো তীরে

ওরে খুঁজে নেই চল,

ফেলে আসা মুক্ত হীরে

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে

*************

*************

রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ঢুলু ঢুলু আখিতে আবীর মেখে

স্বপ্নের জ্বাল বুনেছি

রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ঢুলু ঢুলু আখিতে আবীর মেখে

স্বপ্নের জ্বাল বুনেছি

ওরে সেইতো ভালো

চোখ দুটো বুজেছিলে

ওরে সেইতো ভালো

সবকিছু ভুলেছিলে

ওরে সেইতো ভালো

চোখ দুটো বুজেছিলে

ওরে সেইতো ভালো

সবকিছু ভুলেছিলে

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে

সুর তোলে আজও এই মনকে ঘিরে

সুর তোলে আজও এই মনকে ঘিরে

==ধন্যবাদ=

Lebih Daripada Souls

Lihat semualogo

Anda Mungkin Suka