menu-iconlogo
huatong
huatong
avatar

Eri Majhe Raat Nemeche_DARK_MUSIC

Soulshuatong
nikolce.davcevskihuatong
Lirik
Rakaman

*******

এরই মাঝে রাত নেমেছে,

কত দিন গেছে চলে

এরই মাঝে ঝড় উঠেছে,

এ হৃদয়ে গেছে ভেঙ্গে

এলে যবে এত পরে,

দাও তুমি দু হাত ভরে

দাও কিছু সুখের ছোয়া,

আমার ভাঙ্গা হৃদয় জুড়ে

*******

ছোট ছোট কথা সব,

একটি দুটি কষ্ট ঐ

মুঠো মুঠো সুখ ছিলো,

এসব ভুলে ছিলে

ছোট ছোট কথা সব,

একটি দুটি কষ্ট ঐ

মুঠো মুঠো সুখ ছিলো,

এসব ভুলে কোথায় ছিলে

দুরে ছিলে মাঝখানে,

কে জানে কার ভুলে..

*******

ভুল গুলো সব ফুল হবে,

সুখগুলো ফিরে এলে

দুঃখ সব গল্প হবে,

দু চোখ ছুয়ে দিলে

ভুল গুলো সব ফুল হবে,

সুখগুলো ফিরে এলে

দুঃখ সব গল্প হবে,

দু চোখ তুমি ছুয়ে দিলে

দুরে ছিলে মাঝখানে,

কে জানে কার ভুলে

এরই মাঝে রাত নেমেছে,

কত দিন গেছে চলে

এরই মাঝে ঝড় উঠেছে,

এ হৃদয়ে গেছে ভেঙ্গে

এলে যবে এত পরে,

দাও তুমি দু হাত ভরে

দাও কিছু সুখের ছোয়া,

আমার ভাঙ্গা হৃদয় জুড়ে

হৃদয়ে....

Lebih Daripada Souls

Lihat semualogo

Anda Mungkin Suka

Eri Majhe Raat Nemeche_DARK_MUSIC oleh Souls - Lirik dan Liputan