আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আস্কারায় ।।
আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আস্কারায় ।।
তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়
তুই স্বপ্নে ছিলি, ছিলি গল্প কথায়
আজ তোর নামে রাত নামে
দিন কেটে যায়..
আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আস্কারায় ।
আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আস্কারায় ।।
যেই আমার হলি, অলি-গলির ভিড়ে
তোকে একলা খোঁজার অজুহাত..
হুমম, যেই আমার হলি, অলি-গলির ভিড়ে
তোকে একলা খোঁজার অজুহাত..।।
এই মন বলেছে, তোর মন গলেছে
হলো প্রেমেরই আজ শুরু আর.. ।।
তোকে বলবো ভাবি কিছু চুপ কথাতে
ছিলি কল্পনাতে, ছিলি রূপকথাতে
আজ তোর নামে রাত নামে
দিন কেটে যায়..
আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আস্কারায় ।।
আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আস্কারায়।।
এ শহর জুড়ে সোনা এ রোদ্দুরে
ভিজে খুঁজবো সুখের ঠিকানা
আধো ঘুমের ঘোরে,
আর এ আদোরে
চেনা স্বপ্ন হলো অচেনা..
তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়
তুই স্বপ্নে ছিলি, ছিলি গল্প কথায়
আজ তোর নামে রাত নামে
দিন কেটে যায়..
আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আস্কারায় ।।
আমার মন তোর পাড়ায়
এসেছে তোরি আস্কারায় ।।