menu-iconlogo
huatong
huatong
avatar

গগনেতে ডাকে দেয়া- সাগর বাউল

Subhohuatong
logout.huatong
Lirik
Rakaman
গগনেতে ডাকে দেয়া

গীতিকার ও সুরকারঃ হেমাঙ্গ বিশ্বাস

শিল্পিঃ সাগর বাউল

আপলোডঃ শুভ (MMS Family)

অপেক্ষা করুন…

3

2

1

গগনেতে ডাকে দেয়া…

গগনেতে… …

গগনেতে ডাকে দেয়া…

আসমান হইলো আন্ধিরে বন্ধু…

আমি তোমার নাম… লইয়া কান্দি

… … …

সোনা বন্ধুরে…

আরে ও বন্ধুরে বন্ধু

আমি তোমার নাম… লইয়া কান্দি

সোনা বন্ধুরে…

আরে ও বন্ধুরে বন্ধু

আমি তোমার নাম… লইয়া কান্দি।।

মিউজিক…

তোমার বাড়ী আমার বাড়ী…

মধ্যে সরু নদী

তোমার বাড়ী আমার বাড়ী…

মধ্যে সরু নদী

সেই নদীরে মনে হইলো…

অকুল জলধী রে বন্ধু…

আমি তোমার নাম… লইয়া কান্দি

আমি তোমার নাম… লইয়া কান্দি।।

মিউজিক…

উইড়া যায় রে চকুয়ার পঙ্খী…

পইড়া রইলো ছায়া

উইড়া যায় রে চকুয়ার পঙ্খী

পইড়া রইলো ছায়া

কোন পরাণে বিদেশ হইলা…

ভুলি দেশের মায়া রে বন্ধু…

আমি তোমার নাম… লইয়া কান্দি

আমি তোমার নাম… লইয়া কান্দি

গগনেতে ডাকে দেয়া…

গগনেতে… …

গগনেতে ডাকে দেয়া…

আসমান হইলো আন্ধিরে বন্ধু…

আমি তোমার নাম… লইয়া কান্দি

আমি তোমার নাম… লইয়া কান্দি

আমি তোমার নাম… লইয়া কান্দি।।

ধন্যবাদ।

Lebih Daripada Subho

Lihat semualogo

Anda Mungkin Suka

গগনেতে ডাকে দেয়া- সাগর বাউল oleh Subho - Lirik dan Liputan