menu-iconlogo
huatong
huatong
subir-sen-sharadin-tomay-bhebe-cover-image

Sharadin Tomay Bhebe সারা দিন তোমায় ভেবে

Subir Senhuatong
stephens894huatong
Lirik
Rakaman
সারাদিন তোমায় ভেবে

হল না আমার কোন কাজ

হল না তোমাকে পাওয়া

দিন যে বৃথাই গেল আজ

সারাদিন তোমায় ভেবে

হল না আমার কোন কাজ

হল না তোমাকে পাওয়া

দিন যে বৃথাই গেল আজ

সারাদিন তোমায় ভেবে

সারাদিন গাছের ছায়ায়

উদাসী দুপুর কেটেছে

সারাদিন গাছের ছায়ায়

উদাসী দুপুর কেটেছে

যা শুনে ভেবেছি এসেছো

সে শুধু পাতারই আওয়াজ

সারাদিন তোমায় ভেবে

হল না আমার কোন কাজ

হল না তোমাকে পাওয়া

দিন যে বৃথাই গেল আজ

সারাদিন তোমায় ভেবে

হাওয়ারা হঠাত এসে জানাল

তুমি তো তুমি আমার কাছে আসবে না

এক হৃদয় হয়ে ভাসবে না

হাওয়ারা হঠাত এসে জানাল

তুমি তো তুমি আমার কাছে আসবে না

এক হৃদয় হয়ে ভাসবে না

তবে কী একাই থাকব

তবে কী আমার কেউ নেই

তবে কী একাই থাকব

তবে কী আমার কেউ নেই

সারাদিন যেমন কেটেছে

তেমনি কি যাবে গো সাঝ

সারাদিন তোমায় ভেবে

হল না আমার কোন কাজ

হল না তোমাকে পাওয়া

দিন যে বৃথাই গেল আজ

সারাদিন তোমায় ভেবে

হল না আমার কোন কাজ

হল না তোমাকে পাওয়া

দিন যে বৃথাই গেল আজ

সারাদিন তোমায় ভেবে

Lebih Daripada Subir Sen

Lihat semualogo

Anda Mungkin Suka