F=আমি কার জন্য পথ চেয়ে রব
আমার কি দায় পড়েছে
M=আমার অনেক কাজ ছিল
তাই তো আসতে দেরি হয়েছে
কিছু মনে করোনা
গান পাগলের দল পরিবার
আপলোড - স্বপন দাস
বাঁকুড়া
জিও জি পি ডি
F=রোজ রোজ একি অজুহাত
কাজ আর শুধু কাজ
কাল তো নিজেই বলেছ
বেড়াতে নিয়ে যাবে আজ
M=ভুল যদি হয়ে থাকে
ক্ষমা করো আমাকে
আর কখনো ভুল হবে না
এখন বেড়াতে চলো না
কলাবটি বানিয়েছেন
মাধবী চ্যাটার্জী
গান পাগলের দল পরিবার
আপলোড - স্বপন দাস
রুম আইডি -172552
M=আমি কার জন্য পথ চেয়ে রব
আমার কি দায় পড়েছে
F=সকাল থেকে মেঘলা ছিল
বৃষ্টি হবে ভেবে দেরি হয়েছে
ওগো রাগ করোনা
M=মিথ্যে কথা বলা
মেয়েদের কেবল সাজে
তাদের পাল্লায় পড়লে
পুরুষের বারোটা বাজে
F=মেয়েরা না এলে পরে
তোমাদের সংসারে
পুরুষকে দিত কে সান্তনা
এখন অভিমান ভূল না
আমি কার জন্য পথ চেয়ে থাকি
আমার এ কি হয়েছে
M=তুমি আমায় কতো ভালোবাসো
আজকে মন তাই জেনে গেছে
ওগো কাছে এসো না।।