menu-iconlogo
huatong
huatong
syed-abdul-hadi-achen-amar-moktar-cover-image

Achen amar moktar

Syed Abdul Hadihuatong
shmegan1huatong
Lirik
Rakaman
আছেন আমার মোক্তার

আছেন আমার ব্যারিস্টার

আছেন আমার মোক্তার

আছেন আমার ব্যারিস্টার।

শেষ বিচারের হাইকোর্টেতে

তিনিই আমায় করবেন পার

আমি পাপী তিনি জামিনদার

আমি পাপী তিনি জামিনদার

আছেন আমার মোক্তার

আছেন আমার ব্যারিস্টার

আছেন আমার মোক্তার

আছেন আমার ব্যারিস্টার।

শেষ বিচারের হাইকোর্টেতে

তিনিই আমায় করবেন পার

আমি পাপী তিনি জামিনদার

আমি পাপী তিনি জামিনদার

মনের ঘরে তালা দিয়া

চাবি লইয়া আছেন সাঁই

আমি অধম সাধ্য কি তার

হুকুম ছাড়া বাইরে যাই

হুকুম ছাড়া বাইরে যাই

মনের ঘরে তালা দিয়া

চাবি লইয়া আছেন সাঁই

আমি অধম সাধ্য কি তার

হুকুম ছাড়া বাইরে যাই

হুকুম ছাড়া বাইরে যাই

মনরে......ওহো মনরে.....

দুই কান্দে দুই মুহুরী

লিখতে আছেন ডাইরী

দুই কান্দে দুই মুহুরী

লিখতে আছেন ডাইরী

দলিল দেইখা রায় দিবেন

টাকা পয়সার নাই কারবার

সময় থাকতে মনা হুঁশিয়ার

আমি পাপী তিনি জামিনদার

সেদিনের সেই ইস্টিশনে

থাকবে নানান প্যাসেঞ্জার

দ্রুতযানে পার হবে সে

টিকিট কাটা আছে যার

টিকিট কাটা আছে যার

সেদিনের সেই ইস্টিশনে

থাকবে নানান প্যাসেঞ্জার

দ্রুতযানে পার হবে সে

টিকিট কাটা আছে যার

টিকিট কাটা আছে যার

মনরে......ওহো মনরে.....

পারাপারের থাকলে তাড়া

সঙ্গে নিও গাড়ি ভাড়া

পারাপারের থাকলে তাড়া

সঙ্গে নিও গাড়ি ভাড়া

জবাবদিহি করতে হবে

ধরলে টিকিট কালেক্টর

সময় থাকতে মনা হুঁশিয়ার

আমি পাপী তিনি জামিনদার

আছেন আমার মোক্তার

আছেন আমার ব্যারিস্টার

আছেন আমার মোক্তার

আছেন আমার ব্যারিস্টার।

শেষ বিচারের হাইকোর্টেতে

তিনিই আমায় করবেন পার

আমি পাপী তিনি জামিনদার

আমি পাপী তিনি জামিনদার

আমি পাপী তিনি জামিনদার

আমি পাপী তিনি জামিনদার

Lebih Daripada Syed Abdul Hadi

Lihat semualogo

Anda Mungkin Suka