menu-iconlogo
huatong
huatong
syed-abdul-hadi-emono-to-prem-hoy-cover-image

Emono to prem hoy

Syed Abdul Hadihuatong
greatallah1huatong
Lirik
Rakaman

এমনতো প্রেম হয়

ও… চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও… চোখের জলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও… পাষাণে বাঁধে যে হৃদয়

এমনতো প্রেম হয়

ও… চোখের জলে কথা কয়

ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে

ও… ভালোবাসা চিরদিন এমনি করে

শত জ্বালা বুকে নিয়ে

ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

এমনতো প্রেম হয়

ও… চোখের জলে কথা কয়

ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি

ও… তবু কেন চিরদিন প্রেম পিরিতি

শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়

এমনতো প্রেম হয়

ও… চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও… চোখের জলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও… পাষাণে বাঁধে যে হৃদয়

এমনতো প্রেম হয়

ও… চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও… চোখের জলে কথা কয়

Lebih Daripada Syed Abdul Hadi

Lihat semualogo

Anda Mungkin Suka