menu-iconlogo
huatong
huatong
avatar

Tomay prothom jokhon Dekhechi

Syed Omyhuatong
Hamid___🆆🅴huatong
Lirik
Rakaman
যে দিন তোমা..য় প্রথম দেখি

আজো তা ভুলতে পারিনি..

তোমার আগে..আমায় এম..ন

কেউ তো আপন করে নি

আজো তা ভুলতে পারিনি..

যে দিন তোমা..য় প্রথম দেখি

আজো তা ভুলতে পারিনি..

===H.PUTUL_WE===

সেদিন আকাশে চাঁদ ছিলে না-~

মেঘে মেঘে ছিলো ডা~~কা

কি দেখেছি আমি

কিছু মনে নে~~

হাত খানি হাতে ছিলো রাখা..

কোন কথা তুমি

মুখে তো বল নি

বুঝতে তো কভু ভুল করি নি

আজো তা ভুলতে পারি নি..

কি দেখেছো তুমি

আমারি দু চোখে

কি করে আমার মন জা..নলে

আমাকে তোমার কাছে টা..নলে

পাবার পরেও ভুল ভাঙ্গে.. নি

কিছু দ্বিধা ছিলো ম..নে

হাসি মুখে তুমি

ভাঙ্গালে সে ভ..য়

ভালোবেসে ও গো নিরজনে..

জীবনে আমা..র গান হলে তুমি

সে গান থামাতে কেউ পারে নি

আজো তা ভুলতে পারিনি..

যেদিন তোমায় প্রথম দেখি

আজো তা ভুলতে পারিনি..

তোমার আগে..আমায় এম..ন

কেউ তো আপন করেনি..

আজো তা ভুলতে পারিনি..

Lebih Daripada Syed Omy

Lihat semualogo

Anda Mungkin Suka

Tomay prothom jokhon Dekhechi oleh Syed Omy - Lirik dan Liputan