menu-iconlogo
huatong
huatong
avatar

Ektukhaani Mon

Tahsan/Masha islamhuatong
nlleonardhuatong
Lirik
Rakaman
F)তোমার জন্য ভুল কুড়িয়ে নিলে

সাথের খানেক ভুল কুড়িয়ে নিলে

কাজল চোখে তাকিয়ে যদি হাসি

M)তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি

চোখের কোলে কান্না জমায় নদী

সব অভিমান ভুলে ফিরে আসি

F)আমায় ছেড়ে কোথায় যাবে তুমি

বলবে কে আর এমন করে ভালোবাসি

M)আমায় দিও একটু খানি ছুঁয়ে

আমায় দিও একটু খানি মন

এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এই জীবন

M)আমায় দিও একটু খানি ছুঁয়ে

আমায় দিও একটু খানি মন

এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এই জীবন

F)তোমায় ছেড়ে গেলে এমন আকাশ পাবো আর কোথায়

তোমার কাছে এসে সবটুকু ভালোবেসে যাবো কোথায়

M)তোমার জন্য তাকিয়ে যদি থাকি

বুঁকের ভেতর আস্ত আকাশ আঁকি

দুঃখ ভুলে স্বপ্ন সুখে ভাসি

F+M)আমায় ছেড়ে কোথায় যাবে তুমি

বলবে কে আর এমন করে ভালোবাসি

M)আমায় দিও একটু খানি ছুঁয়ে

আমায় দিও একটু খানি মন

এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এই জীবন

M)আমায় দিও একটু খানি ছুঁয়ে

আমায় দিও একটু খানি মন

এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এই জীবন

এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এই জীবন

Lebih Daripada Tahsan/Masha islam

Lihat semualogo

Anda Mungkin Suka