menu-iconlogo
huatong
huatong
avatar

amar golpe tumi

Tahsan Rahman Khanhuatong
smiley168huatong
Lirik
Rakaman
যেন রোদেলা কোন দুপুরে

ছায়া হয়ে দাঁড়ালে বন্ধুর মতো

আধারে দিন ভুলে

নতুন গল্পে দিলে প্রেরনা শত

ও প্রিয় আমার প্রিয়জন

শ্রাবণও দিনের শীতের ভোরে

থেকো এমন...

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি...

হাতে হাত রেখে এসো

আমার গল্পে তুমি

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি...

হাতে হাত রেখে এসো

আমার গল্পে তুমি...

যেন এলে ছুঁতে এ মনে আছে অনুভূতি যতো

শেষ রাতের প্রার্থনায়

তোমায় ছেয়ে যাই অবিরত

ও প্রিয় আমার প্রিয়জন

শ্রাবণও দিনের শীতের ভোরে

থাকবো দুজন...

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি...

হাতে হাত রেখে এসো

আমার গল্পে তুমি...

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি...

হাতে হাত রেখে এসো

আমার গল্পে তুমি...

যেন নতুন গল্পের শুরু এখানেই

নিয়ে আশা শত...

নতুন আলো হয়ে দারিয়ে

দুজন রঙ ছড়াবো পারি যত...

ও প্রিয় আমার প্রিয়জন

শ্রাবণও দিনের শীতের ভোরে

থাকবো দুজন...

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি...

হাতে হাত রেখে এসো

আমার গল্পে তুমি...

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি...

হাতে হাত রেখে এসো

আমার গল্পে তুমি...

Lebih Daripada Tahsan Rahman Khan

Lihat semualogo

Anda Mungkin Suka