menu-iconlogo
huatong
huatong
avatar

Lottery by SHUNNO

TajWarhuatong
🔥𝚳ᗩᕼ𝖨ᖇ⚔️ᵐᵘˢᵉˢ🔥huatong
Lirik
Rakaman
Lottery by SHUNNO

লটারি!লটারি!লটারি!

মাত্র ১০ টাকায় ভাগ্য পরিবর্তন

আসুন,কিনুন,জিতুন!

লটারি!লটারি!লটারি!

সুখবর!সুখবর!সুখবর!

কিনলে জিতবে আলিবাবা ডোর

ধনসম্পদ-জ্বীন,উড়ো চাদর

সবই হবে যদি লেগে যায় লটারি !

যদি লেগে যায় লটারি!

যদি লেগে যায়.....

এখন আমার আর লাগে কি-

আছে আমার কাছে গোল্ডেন কী!

খাটাখাটনির জরুরি কি-

আছে আমার কাছে...লটারি!

যদি লেগে যায় লটারি!

যদি লেগে যায়....

লেখাপড়া করে যে

গাড়ি-ঘোড়া চড়ে সে

বলে গেছে জ্ঞানীগুণী জনেরা

আমার তাতে কি?এত ভেবে হবে কি?

যে যাই বলুক আজ আমার No চিন্তা

যদি লেগে যায় যদি লেগে যায়

আমার এই লটারি

যদি লেগে যায় যদি লেগে যায়

লটারি!

যদি লেগে যায় লটারি!

যদি লেগে যায়.....

পৃথিবী যে কেনো করে ছোটাছুটি

Easy কাজে আজ দেখি সবই Busy

আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি

কারণ আমার আছে এক লটারি!

যদি লেগে যায় লটারি!

যদি লেগে যায়....

যদি লেগে যায় যদি লেগে যায়

আমার এই লটারি

যদি লেগে যায় যদি লাইগা যায়.....

লটারি!

যদি লেগে যায় লটারি!

যদি লেগে যায় লটারি!

যদি লেগে যায় লটারি!

যদি লেগে যায়...

Lebih Daripada TajWar

Lihat semualogo

Anda Mungkin Suka

Lottery by SHUNNO oleh TajWar - Lirik dan Liputan