menu-iconlogo
huatong
huatong
avatar

Moron karo badha mane na by Momtaz

TajWarhuatong
🔥𝐌𝐚𝐡𝐢𝐫𝐓𝐚𝐣𝐮𝐚𝐫♍ᵐᵘˢᵉˢ🔥huatong
Lirik
Rakaman

হুকুম হলে এক সেকেন্ড ও

হুকুম হলে এক সেকেন্ড ও

থাকা তো আর যাবে না

মরণ কারো বাধা মানে না

ওরে মানে না

মরণ কারো কথা শুনবে না...

হুকুম হলে এক সেকেন্ড ও

হুকুম হলে এক সেকেন্ড ও

থাকা তো আর যাবে না

মরণ কারো বাধা মানে না

ওরে মানে না

মরণ কারো কথা শুনবে না।।

উকিল মোক্তার জজ ব্যারিস্টার

মন্ত্রী মিনিস্টার

হাকিমে করিতেছে জণগণের বিচার...

উকিল মোক্তার জজ ব্যারিস্টার

মন্ত্রী মিনিস্টার

হাকিমে করিতেছে জণগণের বিচার...

তার বিচার কে করিবে?

তার বিচার কে করিবে

সে খবর তো রাখে না...

মরণ কারো বাধা মানে না

ওরে মানে না

মরণ কারো কথা শুনবে না...

ধনী মানী প্রভাবশালী রয়েছে যারা

জন্মিলে মরিতে হবে ভাবে কি তারা...

ধনী মানী প্রভাবশালী রয়েছে যারা

জন্মিলে মরিতে হবে ভাবে কি তারা...

জানে নারে এই দুনিয়া.......

জানে নারে এই দুনিয়া

থাকার তো আর জায়গা না

মরণ কারো বাধা মানে না

ওরে মানে না

মরণ কারো কথা শুনবে না...

সবার ই তো যাইতে হবে

এই দুনিয়া ছেড়ে

দুইদিন আগে দুইদিন পিছে

কেউ কি মনে করে

সবার ই তো যাইতে হবে

এই দুনিয়া ছেড়ে

দুইদিন আগে দুইদিন পিছে

কেউ কি মনে করে

যখন যারে তলব করবে......

যখন যারে তলব করবে

সময় তো আর থাকবে না

মরণ কারো বাধা মানে না

ওরে মানে না

মরণ কারো কথা শুনবে না...

হুকুম হলে এক সেকেন্ড ও

হুকুম হলে এক সেকেন্ড ও

থাকা তো আর যাবে না

মরণ কারো বাধা মানে না

ওরে মানে না

মরণ কারো কথা শুনবে না...

হুকুম হলে এক সেকেন্ড ও

হুকুম হলে এক সেকেন্ড ও

থাকা তো আর যাবে না

মরণ কারো বাধা মানে না

ওরে মানে না

মরণ কারো কথা শুনবে না

ওরে মানে না

মরণ কারো বাধা মানে না

ওরে মানে না

মরণ কারো কথা শুনবে না

Lebih Daripada TajWar

Lihat semualogo

Anda Mungkin Suka