menu-iconlogo
huatong
huatong
avatar

মেঘমিলনে MeghoMilon

Tanjib Sarowarhuatong
rottshuatong
Lirik
Rakaman
শীতলও বাতাসে দেখেছি তোমায়

মেঘমিলনে চেয়ে রাগ করোনা

মন চায় তোমায় আজ রাতে

শীতলও বাতাসে দেখেছি তোমায়

মেঘমিলনে চেয়ে রাগ করোনা

মন চায় তোমায় আজ রাতে..

বৃষ্টিত থেমেছে অনেক আগে,

ভিজেছি আমি একাই

আসতো যদি নীল বিভিষীকা

খুঁজেও পেতে না আমায়

মেঘমিলনে চেয়ে রাগ করোনা

মন চায় তোমায় আজ রাতে রাতে

রাতে

ঝুম ঝুম পাতালি হাওয়া সাথে

খুঁজেছি শুধুই তোমায়

পিছাতে পারেনি ঝড়ো হাওয়া

খুঁজেই নিয়েছি তোমায়

ভুলে গিয়েছি মন শত অভিমান

মন চায় তোমায় কাছে পেতে

শীতলও বাতাসে দেখেছি তোমায়

মেঘমিলনে চেয়ে রাগ করোনা

মন চায় তোমায় আজ রাতে রাতে

রাতে

Lebih Daripada Tanjib Sarowar

Lihat semualogo

Anda Mungkin Suka