menu-iconlogo
huatong
huatong
tanjib-sarwar-jahid-track-dube-dube-bhalobashi-by-tanjib-cover-image

Jahid Track-Dube Dube Bhalobashi By Tanjib

tanjib sarwarhuatong
░J░Ä░H░Ï░D░🌱🔷Blueshuatong
Lirik
Rakaman
শিরোনাম:ডুবে ডুবে ভালোবাসি

শিল্পী: তানজিব সারওয়ার

==Uploded By Jahid==

+++++++++++++++++++

তুমি না ডাকলে আসবো না

কাছে না এসে ভালোবাসবো না

দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?

নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

==Uploded By Jahid==

এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে

চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,

আমি গোপনে ভালোবেসেছি,

বাড়ি ফেরা পিছিয়েছি

তোমায় নিয়ে যাবো বলে।

একবার এসে দেখো,

এসে বুকে মাথা রেখো

বুলে দেবো চুলে রেখে হাত।

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরোনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

==Uploded By Jahid==

ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়

শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,

আমি গোপনে ভালোবেসেছি,

বাড়ি ফেরা পিছিয়েছি

তোমায় নিয়ে যাবো বলে।

একবার এসে দেখো,

এসে বুকে মাথা রেখো

বুলে দেবো চুলে রেখে হাত...

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

----Thanks For Listening----

==Uploded By Jahid==

Lebih Daripada tanjib sarwar

Lihat semualogo

Anda Mungkin Suka