menu-iconlogo
huatong
huatong
avatar

Aksher Shob Tara Jhore Jabe

Tapan Chowdhuryhuatong
MasudRKhanhuatong
Lirik
Rakaman
শিল্পীঃ তপন চৌধুরী

কথাঃ মোঃ রফিকুজ্জামান

সুরঃ আলাউদ্দিন আলী

===============

আকাশের সব তারা ঝরে যাবে

আমার চোখের তারা ঝরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

আকাশের সব তারা ঝরে যাবে

আমার চোখের তারা ঝরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

Search #MasudRKhan for more tracks

একটি জনম নয়, হাজারও জনম

তোমাকে দেখি যদি সেও বড় কম ও

সেও বড় কম

একটি জনম নয়, হাজারও জনম,

তোমাকে দেখি যদি সেও বড় কম ও

সেও বড় কম

একে একে সব পাওয়া হয়তো বা ফুরাবে

আমার এ মন তবু ভরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

Search #MasudRKhan for more tracks

মরণ যতই হোক, অথৈ আঁধার,

পারবে না ঢেকে দিতে এই অভিসার গো

এই অভিসার

মরণ যতই হোক, অথৈ আঁধার,

পারবে না ঢেকে দিতে এই অভিসার গো

এই অভিসার

একে একে সব আলো হয়তো বা হারাবে

চোখের পলক তবু পড়বে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

আকাশের সব তারা ঝরে যাবে

আমার চোখের তারা ঝরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

================

Lebih Daripada Tapan Chowdhury

Lihat semualogo

Anda Mungkin Suka