menu-iconlogo
huatong
huatong
avatar

Utshorgo

Tasnifhuatong
উৎসববড়ুয়াসীমান্তhuatong
Lirik
Rakaman
আমার সবটুকু বিশ্বাস

যে দিয়েছে ভেঙ্গে

তাকে কৃতজ্ঞতা জানাই

সে দিয়েছে আমার

অন্ধ চোখে আলো

যার বিশালতার মাঝে

আমি একটুকু পাই নি ঠাঁই

তাকে কৃতজ্ঞতা জানাই

সে যে দিয়েছে আমায়

মহাশূন্যে আশ্রয়

আমার সব অপূর্ণতাই যেন হয়

আমার শূন্য পথের প্রতি

শ্রেয়তম আশীর্বাদ

যখন স্বর্গদ্বারে একা

দাঁড়াবো তার অপেক্ষায়

যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত

জানি, তখনও সে আমার

হবে না তবুও

এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত

আজ কোনো অনুভূতির

গভীরে যেতে চাই না আর কখনো

যেখানে

নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়

একান্ত শোক।

যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি

নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর

যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়

নির্ভুল সুরের জন্ম

তাকে আমার কাব্যে মেশাই

যেন হয় এক বিশুদ্ধ গান

আমার এই গানই আজ উৎসর্গ হোক

তার প্রতি আমার তীব্র ঘৃণা

তবু স্বর্গদ্বারে একা

থাকব তার অপেক্ষায়

যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত

জানি তখনও কিছুই আমার

হবে না তবুও

এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ

Lebih Daripada Tasnif

Lihat semualogo

Anda Mungkin Suka