menu-iconlogo
huatong
huatong
avatar

Chouchala Tin Ghor / চৌচালা টিন ঘর / Tasrif khan

Tasrif Khanhuatong
𝄞𝔾𝔸𝕃𝔸𝕏𝕐-●⃝🪐ꪜ╬━☀️═•••huatong
Lirik
Rakaman
আমার চৌচালা টিন ঘর

বেজায় করছে নড়বড়,

আমার চৌচালা টিন ঘর

বেজায় করছে নড়বড়,

বন্ধু তুমি কোন বা দোষে

করলে আমায় পর?

আমার ছোট্ট উঠান খানি

সেথায় শুন্য বাতাস জানি,

কান্দে আজও তোমার লাইগা

আমার পরাণ খানি।

আমার উথাল পাথাল মন

কয় কান্দে সারাক্ষন,

তোমার বুকে বসন্ত কাল আমার মরুবন।

আমার দুঃখ নিশিদিন

তুমি বাজাও সুখের বীণ,

তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন।

আমার চৌচালা টিন ঘর,

বেজায় করছে নড়বড়।

নদীর বুকে যেমন পানা ভাইসা ভাইসা মরে,

তেমনি কইরা সারা জাহান খুঁজি যে তোমারে।

আকাশ পানে যেমন চাতক

কাটায় যে তার দিন,

কেমন কইরা শুধরাইবা মোর ভালবাসার ঋন?

নদীর বুকে যেমন পানা ভাইসা ভাইসা মরে,

তেমনি কইরা সারা জাহান খুঁজি যে তোমারে।

আকাশ পানে যেমন চাতক কাটায় যে তার দিন,

কেমন কইরা শুধরাইবা মোর ভালবাসার ঋন?

আমার উথাল পাথাল মন

কয় কান্দে সারাক্ষন,

তোমার বুকে বসন্ত কাল আমার মরুবন।

আমার দুঃখ নিশিদিন

তুমি বাজাও সুখের বীণ,

তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন।

আমার চৌচালা টিন ঘর,

বেজায় করছে নড়বড়।

অন্ধকারে হাতরে ফিরি আজও সে হাত খানি,

কভু তুমি আসবেনা আর যদিও তা জানি।

সুখের নেশায় থাইকো বিভোর

রাইখো না আর মনে,

থাকলো না হয় একটা মানুষ

কষ্টেতে নির্জনে।

অন্ধকারে হাতরে ফিরি আজও সে হাত খানি,

কভু তুমি আসবেনা আর যদিও তা জানি।

সুখের নেশায় থাইকো বিভোর

রাইখো না আর মনে,

থাকলো না হয় একটা মানুষ

কষ্টেতে নির্জনে।

আমার উথাল পাথাল মন

কয় কান্দে সারাক্ষন,

তোমার বুকে বসন্ত কাল আমার মরু বন।

আমার দুঃখ নিশিদিন

তুমি বাজাও সুখের বীণ,

তবু তুমি থাইকো সুখে বন্ধু চিরদিন।

আমার চৌচালা টিন ঘর

বেজায় করছে নড়বড়।

আমার চৌচালা টিন ঘর

বেজায় করছে নড়বড়।

Lebih Daripada Tasrif Khan

Lihat semualogo

Anda Mungkin Suka