menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সোনা জান পাখি

Tausif/kheyahuatong
nimmerdorhuatong
Lirik
Rakaman
যায় দিন দিন যায় কাটে বছর

অধরা ভালোবাসা কত নাছোড়

না, তোমারে ছাড়তে পারি

না, তোমারে ধরতে পারি

না, পারি রাখতে দিন রাত আগলে

না,পারি জোছনা ধরে দিতে

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

যা তুমি ভাবো মুখে যাই বল

তোমাকে কাছে আনবই

চোখে চোখে হৃদয়য়ের ঘরে

বন্দি তোমাকে বানাবই

তোমারো প্রানে বাঁচবে এ প্রান

তোমারো ঠোটে শুধু আমার গান ভালোবাসার

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আর কত জ্বালাবে মোমের মত করে

এক দিন নিবে যাবো আমি

চোখে চোখ রেখে দেখনা খুজে

পাবে কি ভালোবাসা এমন ই

তোমারো প্রানে বাঁচবে এ প্রান

তোমারো ঠোটে শুধু আমার গান ভালোবাসার

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

যায় দিন দিন যায় কাটে বছর

অধরা ভালোবাসা কত নাছোড়

না তোমারে ছাড়তে পারি

না তোমারে ধরতে পারি

না পারি রাখতে দিন রাত আগলে

না পারি জোছনা ধরে দিতে

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

Lebih Daripada Tausif/kheya

Lihat semualogo

Anda Mungkin Suka