menu-iconlogo
huatong
huatong
avatar

HD বকুল ফুল বকুল ফুল | bokul full bokul ful

The Folk Diaryzhuatong
monicazvillhuatong
Lirik
Rakaman
বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

শালুক ফুলের লাজ নাই ,

রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে...

শালুক ফুলের লাজ নাই ,

রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে...

যার সঙ্গে যার ভালোবাসা,

যার সঙ্গে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো

সেইতো,মজা লুটে লো……

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

আমার জামাই ধান বায়,

হরিণ ডানার মাঠে লো, হরিণ ডানার মাঠে…

আমার জামাই ধান বায়,

হরিণ ডানার মাঠে লো, হরিণ ডানার মাঠে…

সোনা দেহে ঘাম ঝরে ,

সোনা দেহে ঘাম ঝরে ,

দেইখা পরান বাঁচে লো

দেইখা,পরান বাঁচে লো……

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

শাওন ও ভাদ্রর মাসে,

জামাই আদর করে লো জামাই আদর করে...

শাওন ও ভাদ্রর মাসে,

জামাই আদর করে লো জামাই আদর করে...

ইচ্ছে জামাই করবো আদর,

ইচ্ছে জামাই করবো আদর,

ত্যানা পোহায় করে লো

ত্যানা,পোহায় করে লো....

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

বকুল ফুল,বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

সমাপ্ত

Lebih Daripada The Folk Diaryz

Lihat semualogo

Anda Mungkin Suka