খুব বেশি জানতে ইচ্ছে করে
মেঘের ওপারে হয় কি বৃষ্টি
যেভাবে এপার কাঁদে
খুব বেশি দেখতে ইচ্ছে করে
রোদের ওপারে ঝরে কি আগুন
যেভাবে এপার পোড়ে
খুব বেশি শুনতে ইচ্ছে করে (ইচ্ছে করে)
চাঁদের ওপারে হয় কি জোছনা, ছোঁয় কি স্বপ্ন
যেভাবে এপার ভাসে
খুব বেশি খুঁজতে ইচ্ছে করে
নদীর ওপারে বয় কি স্রোত
যেভাবে এপার ভাঙে
খুব বেশি বোঝতে ইচ্ছে করে
তোমার ওপারে রয় কি গল্প
যেভাবে এপার খোঁজে
খুব বেশি শুনতে ইচ্ছে করে (ইচ্ছে করে)
চাঁদের ওপারে হয় কি জোছনা, ছোঁয় কি স্বপ্ন
যেভাবে এপার ভাসে