menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu Bhaabi | ALWAYS.BE.U

Upal Senguptahuatong
✨🅰🅻🆆🅰🆈🆂🐝ᵁhuatong
Lirik
Rakaman
Ready....1,2,3 -3.19(0.06)

এখনো তো সেই-তোমাকে -3.16(0.09)

বন্ধু ভাবি...ই...

ও হাসি আজও চিরদিনের চাবি

জীবনের দেয়া-নেয়া চুকিয়ে দিয়ে...

ফিরে এলে চিরসবুজ ও মন নিয়ে

চাওয়া পাওয়ার খুললে নয়া

ইস্কুল বাড়ি...ই...

কচি প্রেমের কোচিং

এবং রাজকুমারী

পথে হল দেরি তবু পৌঁছে যাবো

হোঁচট খেয়ে হাত বাড়ালেই

বন্ধু পাবো

উম... ম...

লা লা-লা লা-লা লা

উম... ম...

উম....

--ALWAYS.BE.U--

আজও সবার ওপরে-তাই -2.09(1.16)

তুমই আছো

শহরের ইতিকথায় দিব্যি বাঁচো

ওপারে চলে গিয়েও রাজা সাহেব

এ নগর দর্পণেতে

হও নি গায়েব

দুটি মন জুড়বে তুমি

এ অঙ্গীকার....

হাজার মনের রাজার দেওয়া

এই উপহার

দুটি মন জুড়বে তুমি

এ অঙ্গীকার....

হাজার মনের রাজার দেওয়া

এই উপহার

তুমি শুধু শিল্পি তো নয়

প্রেমের গুরু...

কায়াহীনের কাহিনী তাই

হচ্ছে শুরু

উম... ম...

উম... ম...

উম... ম...

উম....

উম...ম...

লা লা-লা লা-লা লা

উম... ম...

উম....

এখনো তো সেই-তোমাকে

বন্ধু ভাবি...ই...

ও হাসি আজও চিরদিনের চাবি

জীবনের দেয়া-নেয়া চুকিয়ে দিয়ে...

ফিরে এলে চিরসবুজ ও মন নিয়ে

চাওয়া পাওয়ার খুললে নয়া

ইস্কুল বাড়ি...ই...

কচি প্রেমের কোচিং

এবং রাজকুমারী

পথে হল দেরি তবু পৌঁছে যাবো

হোঁচট খেয়ে হাত বাড়ালেই

বন্ধু পাবো

উম... ম...

উম... ম...

উম... ম...

উম....

উম...ম...

লা লা-লা লা-লা লা

উম... ম...

উম....

--অতি উত্তম--

Lebih Daripada Upal Sengupta

Lihat semualogo

Anda Mungkin Suka