menu-iconlogo
huatong
huatong
upload-by-emon--cover-image

দুঃখ বার্ষিকী

Upload by Emonhuatong
𝕖𝓂𝑜𝐧𝓐h๓𝐞đhuatong
Lirik
Rakaman
আগামীকাল আমার

শততম দুঃখ বার্ষিকী

ও বন্ধু তুই জানিস নাকি

আগামীকাল আমার

শততম দুঃখ বার্ষিকী

ও বন্ধু তুই জানিস নাকি

ঘুমপাড়ানি গানের মত

ইচ্ছে হলে আসতে পারিস

স্বপ্ন হয়ে ঘুমের ঘোরে

দুঃখ গুলকে তুই ছুতে পারিস

আগামীকাল আমার

শততম দুঃখ বার্ষিকী

বয়সের ভারে নুয়ে পড়েছে আমার

প্রবীণ দুঃখ গুলো

বহু বছরের অবহেলায় ওদের

বুকে জমেছে মেঘের ধুলো

বয়সের ভারে নুয়ে পড়েছে আমার

প্রবীণ দুঃখ গুলো

বহু বছরের অবহেলায় ওদের

বুকে জমেছে মেঘের ধুলো

ঘুমপাড়ানি গানের মত

ইচ্ছে হলে আসতে পারিস

স্বপ্ন হয়ে ঘুমের ঘোরে

দুঃখ গুলকে তুই ছুতে পারিস

আগামীকাল আমার

শততম দুঃখ বার্ষিকী

দুঃখ গুলোর দিকে তাকালে

পরে বেড়ে যায় আমার মায়া

হাজার বছর বাচার শর্তে

ওদের চোখে রোঁদের ছায়া

দুঃখ গুলোর দিকে তাকালে

পরে বেড়ে যায় আমার মায়া

হাজার বছর বাচার শর্তে

ওদের চোখে রোঁদের ছায়া

ঘুমপাড়ানি গানের মত

ইচ্ছে হলে আসতে পারিস

স্বপ্ন হয়ে ঘুমের ঘোরে

দুঃখ গুলকে তুই ছুতে পারিস

আগামীকাল আমার

শততম দুঃখ বার্ষিকী

ও বন্ধু তুই জানিস নাকি

আগামীকাল আমার

শততম দুঃখ বার্ষিকী

ও বন্ধু তুই জানিস নাকি

ঘুমপাড়ানি গানের মত

ইচ্ছে হলে আসতে পারিস

স্বপ্ন হয়ে ঘুমের ঘোরে

দুঃখ গুলকে তুই ছুতে পারিস

আগামীকাল আমার

শততম দুঃখ বার্ষিকী...

Lebih Daripada Upload by Emon

Lihat semualogo

Anda Mungkin Suka