menu-iconlogo
huatong
huatong
upload-by-emon-jatrapal-main-track-cover-image

jatrapal main track

Upload by Emonhuatong
nusrah111huatong
Lirik
Rakaman
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার

নাচে গানে মত মাতবে সবার

চারিদিকে দর্শক করে থৈ থৈ

নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা

অপূর্ব রওশন অপেরার যাত্রা

নাচ গানে ভর পুর যাত্রাপালা

বেদের মেয়ে জোছনা

বেদের মেয়ে জোছনা

রাত ভারী হতে থাকে যত

ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত

নায়িকার ক্রন্দন হাসি তামাশা

ভিলেনের ভয়াল চিৎকার

আজকের পাল হবে দেখে যা দেখে যা

বেদের মেয়ে জোছনা

বেদের মেয়ে জোছনা

কদমতলীর খোলামাঠে

যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়

একদল ডানা কাটা পরীর সাথে

হাজার দর্শক মেতে ওঠে

চিৎকার করে বলে হুররে হুররে

বেদের মেয়ে জোছনা

বেদের মেয়ে জোছনা

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার

নাচে গানে মত মাতবে সবার

চারিদিকে দর্শক করে থৈ থৈ

নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা

অপূর্ব রওশন অপেরার যাত্রা

নাচ গানে ভর পুর যাত্রাপালা

বেদের মেয়ে জোছনা

বেদের মেয়ে জোছনা

Lebih Daripada Upload by Emon

Lihat semualogo

Anda Mungkin Suka