menu-iconlogo
huatong
huatong
avatar

Bol Tui Amay Chere Kothay Jabi

USHNOTA.huatong
pattilowenhaupthuatong
Lirik
Rakaman

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি

বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি

বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোরে ছাড়া বাঁচি না

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোরে ছাড়া বাঁচি না

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি

বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি

ও এক জীবনে একটু ভুল হতেই পারে

তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে

এক জীবনে একটু ভুল হতেই পারে

তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে

যাসনারে এভাবে চলে

আমি যাচ্ছি এই পথ ভুলে

বহু দূরে কেউ তো জানবে না

যাসনারে এভাবে চলে

আমি যাচ্ছি এই পথ ভুলে

বহু দূরে কেউ তো জানবে না

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি

বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি

বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোরে ছাড়া বাঁচি না

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোরে ছাড়া বাঁচি না

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি

বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোরে ছাড়া বাঁচি না

তোর পরাণে আমার এ মন

বান্ধিয়াছি সারা জীবন

তোরে ছাড়া বাঁচি না

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি

বল তুই আমায় ছাড়া ক্যামনে রবি...

============================

Lebih Daripada USHNOTA.

Lihat semualogo

Anda Mungkin Suka