menu-iconlogo
huatong
huatong
avatar

Behaya

UTTHAN GHATAKhuatong
❤️UTTHAN.GHATAK❤️❤️huatong
Lirik
Rakaman
আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো,

তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে।

আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে।

আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো,

তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে।

আগে যদি বুঝতো তারামনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে।

আমাদের গল্পগুলো ........

আমাদের গল্পগুলোএক লাফেতেই আকাশ ছোঁয়া,

আসমানী রং মাখতো জাদুর ছড়ি দিয়ে।

বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে,

বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে।

আমাদের গল্পগুলো .........

আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল

ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,

একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু

কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে।.....

আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাবো ইচ্ছে করেই,

নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে।

জীবনের নতুন বানান লিখবো দুজন আজীবনে,

প্রেমে রোজ শব্দ বসুক খামখেয়ালের সুরে।

আমাদের গল্পগুলো ..

আমাদের গল্প গুলো অল্প সময় ঘর পাতালো,

তারপর HARIYE GELO তোমায় আমায় নিয়ে।

আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না,

বেহায়া মুখ পোড়াতোঅন্য কোথাও গিয়ে,

বেহায়া মুখ পোড়াতোঅন্য কোথাও গিয়ে,

বেহায়া মুখ পোড়াতোঅন্য কোথাও গিয়ে।

Lebih Daripada UTTHAN GHATAK

Lihat semualogo

Anda Mungkin Suka