menu-iconlogo
huatong
huatong
avatar

Ami to Bujhini

Winninghuatong
raji.mangathuatong
Lirik
Rakaman
জীবন যে এতো রঙিন

অচেনা এই মুখ, অচেনা এই সুখ

কত না ছন্দে হয়ে ওঠে কত মধুর

আমি তো আগে কক্ষনো বুঝিনি

জীবন যে এতো রঙিন

অচেনা এই মুখ, অচেনা এই সুখ

কত না ছন্দে হয়ে ওঠে কত মধুর

আমি তো আগে কক্ষনো বুঝিনি

আসির করা ছিল যেন আমার কাছে

চির ক্লান্তি ময় নিশ্বাস

কাছে পাব বলে কাছে ডেকেছি তোমাকে

পূর্ণ হল সেই নিশ্বাস

আসির করা ছিল যেন আমার কাছে

চির ক্লান্তি ময় নিশ্বাস

কাছে পাব বলে কাছে ডেকেছি তোমাকে

পূর্ণ হল সেই নিশ্বাস

আমি তো আগে কক্ষনো ভাবিনি

জীবন যে এতো রঙিন

অচেনা এই মুখ অচেনা এই সুখ

কত না ছন্দে হয়ে ওঠে কত মধুর

আমি তো আগে কক্ষনো বুঝিনি

তুমি ও হেরেছ ছয়ে আমিও হেরেছি

একি বাঁধনে মালা গেথেছি

মৃদু হেসে কাছে এসে

দুজনে দুজনকে দুজনেরি প্রানে সারা দিয়েছি

তুমি ও হেরেছ ছয়ে আমিও হেরেছি

একি বাঁধনে মালা গেথেছি

মৃদু হেসে কাছে এসে

দুজনে দুজনকে দুজনেরি প্রানে সারা দিয়েছি

আমি তো আগে কক্ষনো বুঝিনি

জীবন যে এতো রঙিন

অচেনা এই মুখ, অচেনা এই সুখ

কত না ছন্দে হয়ে ওঠে কত মধুর

আমি তো আগে কক্ষনো বুঝি

জীবন যে এতো রঙিন

Lebih Daripada Winning

Lihat semualogo

Anda Mungkin Suka