হয় যদি বদনাম হোক আরো
আমি তো এখন আর নই কারো
হয় যদি বদনাম হোক আরো
আমি তো এখন আর নই কারো
অন্ধ গলির এই যে আঁধার
বন্ধু হলো আজ আমার
হয় যদি বদনাম হোক আরো
আমি তো এখন আর নই কারো
জীবন ভরে ছিল
শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো
কেঁদে কেঁদে বলে প্রাণ..
জীবন ভরে ছিল
শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো
কেঁদে কেঁদে বলে প্রাণ
বকুল শুকালো, সুবাস হারালো
আর কিছু বাকি নেই.. হারাবার
হয় যদি বদনাম হোক আরো..
আমি তো এখন আর নই কারো
দুখের আগুনে
পুড়ে গেছে অন্তর...
ঝড়ে ভেঙ্গে গেছে
বালুচরে বাঁধা ঘর...
দুখের আগুনে
পুড়ে গেছে অন্তর...
ঝড়ে ভেঙ্গে গেছে
বালুচরে বাঁধা ঘর...
এখন মরণ এলে
কাছে ডেকে নিলে
ছুটে যাবো ভেংগে পারাবার
হয় যদি বদনাম হোক আরো
আমি তো এখন আর নই কারো
হয় যদি বদনাম হোক আরো
আমি তো এখন আর নই কারো
অন্ধ গলির এই.. যে আঁধার
বন্ধু হলো আজ আমার
হয় যদি বদনাম হোক আরো
আমি তো এখন আর নই কারো।
সমাপ্ত
ধন্যবাদ সবাইকে