menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমের আগুনে (Premer Agune)

[আয়াত খাঁন]huatong
➢‍Aყαƭ-ҡɦαɳ🔮🆁.🅽.🆂🦜huatong
Letra
Gravações
[F]প্রেমের আগুনে,প্রেমের আগুনে,

প্রেমের আগুনে,প্রেমের আগুনে,

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

সজনী গো, সে আগুন চোখে দেখলাম না

[M]পীরিতি পীরিতি,পীরিতি পীরিতি

পীরিতি পীরিতি,পীরিতি পীরিতি

পীরিতি রীতিনীতি শেখাও সজনী গো

পীরিতি আজো শিখলাম না,সজনী গো

পীরিতি আজো শিখলাম না...আহ্ !

[F]নিম তিতা,নিশিন্দা তিতা

আরো তিতা পানের খর

নিম তিতা,নিশিন্দা তিতা

আরো তিতা পানের খর

সেই না তিতা লাগে গো মিঠা

নারী যদি পায় প্রানের নাগর

[M] আম মিঠা জাম মিঠা

আরো মিঠা ফুলের মৌ

সেই না মিঠা লাগে গো তিতা

না থাকলে কাছে সুন্দরী বউ

[F]সেই তিতা মিঠার স্বাদ

সেই তিতা মিঠার স্বাদ দেবো

সজনী গো, পীরিতি করো সাধনা,

[M]সজনী গো,পীরিতি আজো শিখলাম না

[F]প্রেমের আগুনে, প্রেমের আগুনে,

প্রেমের আগুনে, প্রেমের আগুনে,

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

[M]সজনী গো,পীরিতি আজো শিখলাম না..হো

[F]বক সাদা পালক সাদা

আরো সাদা কাশের বন

বক সাদা পালক সাদা

আরো সাদা কাশের বন

সেই না সাদা লাগে গো কালো

পুরুষ না বুঝলে নারীর মন

[M]মেঘ কালো ভ্রমরা কালো

আরো কালো মাথার চুল

সেই না কালো লাগে গো ভাল

নারীর অঙ্গে ফুটলে ফুল

[F]সেই ফুলের মধু...!

সেই ফুলের মধু

অঙ্গে শুকাই সজনী গো

বয়সের ভার মানে না

[M]সজনী গো.পীরিতি আজও শিখলাম না---!

[F]প্রেমের আগুনে, প্রেমের আগুনে,

প্রেমের আগুনে, প্রেমের আগুনে,

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

সজনী গো সে আগুন চোখে দেখলাম না..!

[M]পীরিতি,পীরিতি,পীরিতি পীরিতি

পীরিতি,পীরিতি,পীরিতি পীরিতি

পীরিতি রীতিনীতি শিখাও সজনী গো

পীরিতি আজো শিখলাম না

সজনী গো, পীরিতি আজো শিখলাম না...আহ্

[F]সজনী গো, সে আগুন চোখে দেখলাম না

[M] সজনী গো পীরিতি আজ ও শিখলাম না

[F]সজনী গো, সে আগুন চোখে দেখলাম না

[M] সজনী গো পীরিতি আজ ও শিখলাম না

[F]সজনী গো, সে আগুন চোখে দেখলাম না

[M] সজনী গো পীরিতি আজ ও শিখলাম না

Mais de [আয়াত খাঁন]

Ver todaslogo

Você Pode Gostar