শিরোনাম: ঘর আজা Ghar Aja
শিল্পী: অরিজিৎ সিং
[আপলোড করেছে মোঃ ওয়ালিদ আহমেদ
সুরের পিয়াসী ফ্যামিলি]
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে.....
হুম তোমাকে আবার
ভালো করে চেনা
কথা দাও এবার
হারিয়ে যাবে না
ও..ও..ও.. তোমাকে আবার..
ভালো করে চেনা
কথা দাও এবার
হারিয়ে যাবে না ও..ও..ও..
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে....
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে.....
সা রে গা মা তা ধা...এ
[আপলোড করেছে মোঃ ওয়ালিদ আহমেদ
সুরের পিয়াসী ফ্যামিলি]
এখনো কাছে
চিঠিরা আছে
আমার কথারা
তোমার ভাষায়
মুঠোর আদরে
স্মৃতিরা ঘোরে
দু ঠোঁট হারালো
কার কুয়াশায়?
এত কাছে এসে
ভালোবেসে শেষে...
এত কাছে এসে...
ভালোবেসে শেষে...ফেরাবে
কে ফেরাবে?
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে....
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে.....
[আপলোড করেছে মোঃ ওয়ালিদ আহমেদ
সুরের পিয়াসী ফ্যামিলি]
তোমার দুহাতে
সাজানো রাতে
রাখবো নিজেকে
দূর সীমানায়...
আসবে কি ফিরে?
চোখের শরীরে
এমন ফেরা তো....
তাকেই মানায়...।
এত কাছে এসে
ভালোবেসে শেষে
এত কাছে এসে
ভালোবেসে শেষে..ফেরাবে
কে ফেরাবে?
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে.....
[আপলোড করেছে মোঃ ওয়ালিদ আহমেদ
সুরের পিয়াসী ফ্যামিলি]
তোমাকে আবার
ভালো করে চেনা
কথা দাও এবার
হারিয়ে যাবে না....
তোমাকে আবার....
ভালো করে চেনা
কথা দাও এবার
হারিয়ে যাবে না ও..ও..ও..
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে...
ঘর আজা ঘর আজা
প্রিয়া মোরা ঘর আজা ঘর আজা,
ঘর আজারে.....
সা রে গা মা সা... তা ধা...এ..আ.. আ..
ধন্যবাদ সবাইকে।