চলে যেতে যেতে দিন বলে যায়
আধাঁরের শেষে ভোর হবে
হয়তো পাখীর গানে গানে
তবু কেন মন উদাস হল
হয়তো বা সব ভাল মুছে যাবে
হয়তো বা থাকবেনা সাথে কেউ
হয়তো বা মাঝপথে পথটাও ফুরিয়ে যাবে
চোখের জলের কথা শুনবে না কেউ
ভোরের আলোর কথা ভেবে
স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব
চলে যেতে যেতে দিন বলে যায়
আধাঁরের শেষে ভোর হবে
হয়তো পাখীর গানে গানে
তবু কেন মন উদাস হল
চলে যেতে যেতে দিন বলে যায়