menu-iconlogo
huatong
huatong
avatar

তুই আমার দুটি চোখের তারা রে-A+N

আকাশ খানhuatong
🍁⃟✍𝘼𝙆𝘼𝙎𝙃™𝙆𝙃𝘼𝙉©𝘾𝙈𝙋🍁⃟✍huatong
Letra
Gravações
= (আকাশ খান)=

তুই আমার দুটি চোখের তারা রে

তোর লাইগা মনটা পাগল পাড়া রে

তুই আমার দুটি চোখের তারা রে

তোর লাইগা মনটা পাগল পাড়া রে

তোরে ছাড়া চাইনা বাঁচতে জাবো যে মরে

তুই আমার দুটি চোখের তারা রে

তোর লাইগা মনটা পাগল পাড়া রে

তুই আমার দুটি চোখের তারা রে

তোর লাইগা মনটা পাগল পাড়া রে

তুই যে আমার সুখ পাখি টা

মন আকাশের চান

তোরে ছাড়া বাচবো না

রে তুই যে আমার জান

তুই যে আমার সুখ পাখি টা

মন আকাশের চান

তোরে ছাড়া বাচবো না

রে তুই যে আমার জান

চোখের একটু আরাল হইলে

মন যে কাইন্দা মরে

তুই আমার দুটি চোখের তারা রে

তোর লাইগা মনটা পাগল পাড়া রে

তুই আমার দুটি চোখের তারা রে

তোর লাইগা মনটা পাগল পাড়া রে

তুই যে আমার আত্মার আত্মা

তাই তো এত টান

তোর বুকে লাগলে ব্যাথা

পাই যে তর সমান

তুই যে আমার আত্মার আত্মা

তাই তো এত টান

তোর বুকে লাগলে ব্যাথা

পাই যে তর সমান

তোর ভালোবাসা জমছে বুকেরই ভিতরে

তুই আমার দুটি চোখের তারা রে

তোর লাইগা মনটা পাগল পাড়া রে

তুই আমার দুটি চোখের তারা রে

তোর লাইগা মনটা পাগল পাড়া রে

Mais de আকাশ খান

Ver todaslogo

Você Pode Gostar