গানঃ কুি প্রেম বাড়াইলা শখি
শিল্পীঃ পলাশ এবং রিজিয়া পারভীন
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি
চয়েস বাইঃ =প্রিয়া পি এস এফ ফ্যামিলি ক্যাপ্টেন
ছেলেঃ কি প্রেম বাড়াইলা প্রানও শখি
যার মধ্যে প্রান হায় সেই তো পাখি
কি প্রেম বাড়াইলা প্রানও শখি
যার মধ্যে প্রান হায় সেই তো পাখি
মেয়েঃ কি প্রেম বাড়াইলা প্রানও শখা
অন্তরেতে বান্ধা রাখ দিওনা ধোকা
কি প্রেম বাড়াইলা প্রানও শখা
অন্তরেতে বান্ধা রাখ দিওনা ধোকা
মিউজিকঃ অপেক্ষা করুন
মিউজিক ফলো করে গান করুন
মেয়েঃ কলা গাছে যেমন বাদুর ঝোলে
সেই মতো ঝুলবো আমি তেমারও গলে
মিউজিক
ছেলেঃ আসমানেতে যেমন তাঁরা ফোটে
সেই মতো তিল হবো তোমারি ঠোঁটে
মেয়েঃ কলা গাছে যেমন বাদুর ঝোলে
সেই মতো ঝুলবো আমি তোমারি গলে
ছেলেঃ আসমানেতে যেমন তাঁরা ফোটে
সেই মতো তিল হবো তোমারি ঠোঁটে
কি প্রেম বাড়াইলা প্রানও শখি
যার মধ্যে প্রান হায় সেই তো পাখি
মেয়েঃ কি প্রেম বাড়াইলা প্রানও শখা
অন্তরেতে বান্ধা রাখ দিওনা ধোকা
মিউজিক
পি এস এফ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম
মেয়েঃ হোক্কার মধ্য যেমন তিক্কা জলে
সেই মতো জ্বলবো বন্ধু বুকেরি তলে
ছেলেঃ মাথার মধ্যে যেমন উকুন থাকে
সেই মতো থাকবো তোমার চুলেরি ফাঁকে
মেয়েঃ হোক্কার মধ্যে যেমন তিক্কা জ্বলে
সেই মতো জ্বলবো বন্ধু বুকের তলে
ছেলে ঃ মাথার মধ্যে যেমন উকুন থাকে
সেই মতো থাকবো তোমার চুলের ফাঁকে
কি প্রেম বাড়াইলা প্রানও শখি
যার মধ্যে প্রান হায় সেই তো পাখি
কি প্রেম বাড়াইলা প্রানও শখি
যার মধ্যে প্রান হায় সেই তো পাখি
মেয়েঃ কি প্রেম বাড়াইলা প্রানও শখা
অন্তরেতে বান্ধা রাখ দিওনা ধোকা
কি প্রেম বাড়াইলা প্রানও শখা
অন্তরেতে বান্ধা রাখ দিওনা ধোকা
ধন্যবাদ সবাইকে