menu-iconlogo
huatong
huatong
avatar

ᴴᴰ জীবন মানে বহতা নদী

আসিফhuatong
sf2828huatong
Letra
Gravações
জীবন মানে বহতা নদী

থেমে সেতো থাকেনা

তোমাকে ছাড়া খুব কষ্টে আছি

এমন কখনো ভেবনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

জীবন মানে বহতা নদী

থেমে সেতো থাকেনা

তোমাকে ছাড়া খুব কষ্টে আছি

এমন কখনো ভেবনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

ভাল আমি বেসেছিলাম সত্যি কথা

তুমি তার কোন দাম দিলেনা

এতটা সময় পাশাপাশি থেকেও

কাছের মানুষ তুমি হলেনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

জীবন মানে বহতা নদী

থেমে সেতো থাকেনা

তোমাকে ছাড়া খুব কষ্টে আছি

এমন কখনো ভেবনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

সুখের আশা করেছিলাম সত্যি কথা

সুখে ঘর বাঁধাতো হলোনা

ভেঙেছো আশা অকারণে বারবার

আশার প্রদ্বীপটাই জ্বলেনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

জীবন মানে বহতা নদী

থেমে সেতো থাকেনা

তোমাকে ছাড়া খুব কষ্টে আছি

এমন কখনো ভেবনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

তুমি যদি ভাল থাকো আমাকে ছাড়া

আমি কেন পারবোনা

দেখা হবে পরবর্তী গানে

Mais de আসিফ

Ver todaslogo

Você Pode Gostar

ᴴᴰ জীবন মানে বহতা নদী de আসিফ – Letras & Covers