menu-iconlogo
huatong
huatong
avatar

বুকেতে হাত রেখে বল বলনা আমায় কি মনে পড়েনা

ইমন খানhuatong
88890992823huatong
Letra
Gravações
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিউজিক স্টুডিও

রুম নং - 2516969

======? ? ?====== ?

বুকেতে হাত রেখে বলো....বলনা,

আমায় কি মনে পড়েনা।

চোখেতে চোখ রেখে বলো.... বলনা,

আমায় কি মনে পড়েনা

কত দিন কত রাত এ বুকে রেখে হাত

বলেছিলে তুমি আর কারোনা।

বুকেতে হাত রেখে বলো..... বলনা,

আমায় কি মনে পড়েনা

কত দিন গত হল দেখিনা তোমার চাঁদ মুখ,

একা একা কাঁদি আমি হয়তো শুনেছো তুমি

সেইতো তোমার বড় সুখ

কত দিন গত হল দেখিনা তোমার চাঁদ মুখ

একা একা কাঁদি আমি হয়তো শুনেছো তুমি

সেইতো তোমার বড় সুখ,

কত মান অভিমান,বলেছো জানের জান

তুমি ছাড়া এ জীবন চাইনা

বুকেতে হাত রেখে বলো..... বলনা,

আমায় কি মনে পড়েনা

বুকেরি ভেতর আমি রেখেছি তোমাকে যতনে

সারাক্ষন ভাবি আমি সে কথা জানো কি তুমি

নিশ্ব তুমি বিহনে

বুকেরি ভেতর আমি রেখেছি তোমাকে যতনে

সারাক্ষন ভাবি আমি সে কথা জানো কি তুমি

নিশ্ব তুমি বিহনে

এ মনের আংগীনায়, তোমাকে ছাড়া

অন্য কিছু ভেবে পাইনা

বুকেতে হাত রেখে বলো.....বলোনা,

আমায় কি মনে পড়েনা,

চোখেতে চোখ রেখে বলো.....বলনা,

আমায় কি মনে পড়েনা

কত দিন কত রাত এ বুকে রেখে হাত

বলেছিলে তুমি আর কারো না.......

বুকেতে হাত রেখে বলো...বলনা,

আমায় কি মনে পড়েনা

---------Thanks ---------

Mais de ইমন খান

Ver todaslogo

Você Pode Gostar