menu-iconlogo
huatong
huatong
avatar

সবার বন্ধু/Sobar bondhu(Short) by ইমরান

ইমরান/এন্ড্রুকিশোরhuatong
62097144082huatong
Letra
Gravações
সবার বন্ধু

চিঠি লিখে

সবার বন্ধু চিঠি লিখে রঙ্গিলা খামে,

আমার বন্ধু রইছে বুঝি অচেনা গ্রামে।

YT M I Khan Media

Follow Okul-Diriya

সবার বন্ধু চিঠি লিখে রঙ্গিলা খামে,

আমার বন্ধু রইছে বুঝি,অচেনা গ্রামে।

আমি চোখের জোলে বুক ভাসাই

কেনো বন্ধুর খবর নাই।

দেখা পাবো যে কখন?

আসেনা দরদী মন

একেলা কাটে জীবন,

আসেনা দরদী মন

একেলা কাটে জীবন।।

(আবার দেখা হবে)?‍

Mais de ইমরান/এন্ড্রুকিশোর

Ver todaslogo

Você Pode Gostar