আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
এই সেই ঘর..এই সেই খাট
বিছানার পাশে আছে,পানের বাটা
চশমাটা পড়ে আছে পাশেই..
শুধু মা নেই, শুধু মা নেই।
শুধু মা নেই..শুধু মা নেই।
এই সেই ঘর..এই সেই খাট
বিছানার পাশে আছে,পানের বাটা
চশমাটা পড়ে আছে পাশেই..
শুধু মা নেই, শুধু মা নেই।
শুধু মা নেই..শুধু মা নেই।
দরজাটা খুলতেই, খেয়ে যাই ধোঁকা
মা বুঝি বলছেই, এলি নাকি খোকা
দরজাটা খুলতেই, খেয়ে যাই ধোঁকা
মা বুঝি বলছেই, এলি নাকি খোকা
বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে
চোখ বেয়ে জল নেমে আসে
শুধু মা নেই, শুধু মা নেই।
শুধু মা নেই, শুধু মা নেই।
এই সেই ঘর..এই সেই খাট
বিছানার পাশে আছে,পানের বাটা
চশমাটা পড়ে আছে পাশেই..
শুধু মা নেই, শুধু মা নেই।
শুধু মা নেই..শুধু মা নেই।
জানি ফিরে পাব না, হারানো তিথি
মা শুধু আজ তাই, ফ্রেমে বাধা স্মৃতি
জানি ফিরে পাব না, হারানো তিথি
মা শুধু আজ তাই, ফ্রেমে বাধা স্মৃতি
মায়ের ছবি ওই ফ্রেমে বাঁধানো
আমার দিকেই চেয়ে আছে
শুধু মা নেই, শুধু মা নেই
শুধু মা নেই..শুধু মা নেই
এই সেই ঘর,এই সেই খাট
বিছানার পাশে আছে, পানের বাটা
চশমাটা পড়ে আছে পাশেই
শুধু মা নেই, শুধু মা নেই।
শুধু মা নেই..শুধু মা নেই।
এই সেই ঘর..এই সেই খাট
বিছানার পাশে আছে,পানের বাটা
চশমাটা পড়ে আছে পাশেই..
শুধু মা নেই, শুধু মা নেই।
শুধু মা নেই..শুধু মা নেই।
শুধু মা নেই..শুধু..মা নেই...
জাযাকাল্লাহু খাইরান
আসুন,সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করি।
আরো ইসলামিক গজল পেতে