মেয়েঃ আ...আ আ আ.....
আ...আ আ..আ....
তুমি আমি পৃথিবীতে এসে
হয়েছি অমর ভালোবেসে
==============
তুমি আমি পৃথিবীতে এসে
হয়েছি অমর ভালোবেসে
যেন সাতটি সাগর তেরটি নদী
এসেছি দুজন ভেসে ভেসে
ছেলেঃ তুমি আমি পৃথিবীতে এসে
হয়েছি অমর ভালোবেসে
যেন সাতটি সাগর তেরটি নদী
এসেছি দুজন ভেসে ভেসে
মেয়েঃ তুমি আমি পৃথিবীতে এসে
হয়েছি অমর ভালোবেসে
-==আপলোড বাই মজিবুর==-
চিরদিন তুমি থেকো গো
আমার নয়নও সম্মুখে
ছেলেঃ থাকবো যে আমি প্রানটি হয়ে
তোমারি এ কোমল বুকে
===============
মেয়েঃ চিরদিন তুমি থেকো গো
আমার নয়নও সম্মুখে
ছেলেঃ থাকবো যে আমি প্রানটি হয়ে
তোমারি এ কোমল বুকে
মেয়েঃ তুমি আমি পৃথিবীতে এসে
হয়েছি অমর ভালোবেসে
ছেলেঃ বুঝি এই দুটি মন মিশেছে এমন
যে ভাবে ফুলেতে গন্ধ মেশে
মেয়েঃ তুমি আমি পৃথিবীতে এসে
হয়েছি অমর ভালোবেসে
-==আপলোড বাই মজিবুর==-
তোমাকে চেয়ে নিয়েছি
আমি বিধাতারী কাছে
ছেলেঃ তোমারি এ দু হাতে
আমার ভাগ্য রেখা আছে
===============
মেয়েঃ তোমাকে চেয়ে নিয়েছি
আমি বিধাতারী কাছে
ছেলেঃ তোমারি এ দু হাতে
আমার ভাগ্য রেখা আছে
মেয়েঃ তুমি আমি পৃথিবীতে এসে
হয়েছি অমর ভালোবেসে
ছেলেঃ আমি এই জীবনে পেয়েছি তোমায়
পাই যেন মরনেরও শেষে
মেয়েঃ তুমি আমি পৃথিবীতে এসে
হয়েছি অমর ভালোবেসে
যেন সাতটি সাগর তেরটি নদী
এসেছি দুজন ভেসে ভেসে
====ধন্যবাদ=====