menu-iconlogo
huatong
huatong
-rimjhim-rimjhim-cover-image

Rimjhim Rimjhim

কুমার শানু/কবিতা কৃষ্ণমূর্তিhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Letra
Gravações
ছেলেঃ রিমঝিম রিমঝিম

রুমঝুম রুমঝুম

ভিজে ভিজে বর্ষায়

তুমি আমি দুজনায়

চলেছি...চলেছি...

মেয়েঃ বাজেরে জলতরং মনেরো মাঝেতে

মুক্ত যেন জল ছলকায়

ছেলেঃ বৃষ্টি এক ফোঁটা গগনে ঘনঘটা

কি জানিয়া সাথে মন তরশায়

মেয়েঃ ও বাজেরে জলতরং মনেরো মাঝেতে

মুক্ত যেন জল ছলকায়

ছেলেঃ বৃষ্টি এক ফোঁটা গগনে ঘনঘটা

কি জানিয়া সাথে মন তরশায়

মেয়েঃ হা হা রিমঝিম রিমঝিম

রুমঝুম রুমঝুম

ভিজে ভিজে বর্ষায়

তুমি আমি দুজনায়

ছেলেঃ হে চলেছি...চলেছি...

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ মেঘের ওড়নায় ঢেকেছে সারাবন

চারিদিকে গুম নেমেছে

মেয়েঃ স্বপ্নেরও সাগরে মনেরও বাসরে

একলা দুজনে চলেছি

ছেলেঃ হো মেঘের ওড়নায় ঢেকেছে সারাবন

চারিদিকে গুম নেমেছে

মেয়েঃ স্বপ্নেরও সাগরে মনেরও বাসরে

একলা দুজনে চলেছি

ছেলেঃ রিমঝিম রিমঝিম

মেয়েঃ লাহ্ লা

ছেলেঃ রুমঝুম রুমঝুম

মেয়েঃ লাহ্ লা

ছেলেঃ ভিজে ভিজে বর্ষায়

মেয়েঃ আ হা

ছেলেঃ তুমি আমি দুজনায়

মেয়েঃ ও চলেছি...চলেছি...

-==আপলোড বাই মজিবুর==-

এসেছি দেখতে ঝিলেরো আয়না

মেঘেরা এলো চুল খুলে দেয়

ছেলেঃ পথ যে ধোঁয়া ধোঁয়া উদাস এই হাওয়া

মনে কানে যে রয়ে যায়

মেয়েঃ হো এসেছি দেখতে ঝিলেরো আয়না

মেঘেরা এলো চুল খুলে দেয়

ছেলেঃ পথ যে ধোঁয়া ধোঁয়া উদাস এই হাওয়া

মনে কানে যে রয়ে যায়

মেয়েঃ রিমঝিম রিমঝিম

ছেলেঃ হে হে

মেয়েঃ রুমঝুম রুমঝুম

ছেলেঃ ও হো

মেয়েঃ ভিজে ভিজে বর্ষায়

ছেলেঃ আ হা

মেয়েঃ তুমি আমি দুজনায়

ছেলেঃ হে চলেছি...চলেছি...

রিমঝিম রিমঝিম

মেয়েঃ রিমঝিম রিমঝিম

ছেলেঃ ও রুমঝুম রুমঝুম

মেয়েঃ রুমঝুম রুমঝুম

ছেলেঃ ভিজে ভিজে বর্ষায়

মেয়েঃ ভিজে ভিজে বর্ষায়

ছেলেঃ তুমি আমি দুজনায়

ছেলে/মেয়েঃ চলেছি...চলেছি...

====ধন্যবাদ====

Mais de কুমার শানু/কবিতা কৃষ্ণমূর্তি

Ver todaslogo

Você Pode Gostar