menu-iconlogo
huatong
huatong
avatar

তারায় তারায় রটিয়ে দেবো | Taray taray rotiye

জেমস | Jameshuatong
natile123huatong
Letra
Gravações
সুন্দরীতমা আমার

তুমি নীলিমার দিকে তাকিয়ে

বলতে পারো

এই আকাশ আমার

সুন্দরীতমা আমার

তুমি নীলিমার দিকে তাকিয়ে

বলতে পারো

এই আকাশ আমার

নীলাকাশ রবে নিরুত্তর

মানুষ আমি চেয়ে দেখ

নীলাকাশ রবে নিরুত্তর

যদি তুমি বল আমি

একান্ত তোমার....

আমি তারায় তারায় রটিয়ে দেব

তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

আমি তোমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়

ভালোবেসে যতখুশি

বলতে পারো

এই ফুল আমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়

ভালোবেসে যতখুশি

বলতে পারো

এই ফুল আমার

ফুল শুধু ছড়াবে সৌরভ

লজ্জায় বলবে না কিছুই

ফুল শুধু ছড়াবে সৌরভ

লজ্জায় বলবে না কিছুই

ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব

তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

আমি তোমার

জোছনা লুটালেই

তুমি অধিকার নিয়ে

বলতে পারো

এই জোছনা আমার

জোছনা লুটালেই

তুমি অধিকার নিয়ে

বলতে পারো

এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর

একবার যদি বল

এই চাঁদ খুজবে না উত্তর

একবার যদি বল আমাকে

আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব

তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

আমি তোমার

আমি তারায়....তারায় রটিয়ে দেব

তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

আমি তোমার

তুমি আমার.....

Mais de জেমস | James

Ver todaslogo

Você Pode Gostar