menu-iconlogo
huatong
huatong
avatar

এসো এমনই প্রেম করি-তন্ময়

তন্ময়huatong
✿⑅⃝💠𝐓𝐎𝐍𝐌𝐎𝐘✿⑅⃝💠🅣︎🅡🅝︎࿐huatong
Letra
Gravações
গান: এসো এমনই প্রেম করি....

কন্ঠ শিল্পী : এন্ড্রু কিশোর ও কনক চাপাঁ

আপলোড: তন্ময় [ T R N ]

মেয়ে: এসো এমনই প্রেম করি....

যেন মরে গিয়েও বেঁচে থাকি..

যেন মরে গিয়েও বেঁচে থাকি

ছেলে: এসো এমনই প্রেম করি....

যেন মরে গিয়েও বেঁচে থাকি..

যেন মরে গিয়েও বেঁচে থাকি

মেয়ে: ভালোবাসি,ভালোবাসি, ভালোবাসি তোমাকে

মেয়ে: ওই ঠোঁটেতে ফুলের হাসি...

আর মনেতে বাজাও বাঁশি..

ছেলে: ওই ঠোঁটেতে ফুলের হাসি...

আর মনেতে বাঁজাও বাঁশি..

মেয়ে: গেয়ে চলো ভালবাসার গান...

যেমন করে গান গায় যে পাখি...

ছেলে+মেয়ে: যেমন করে গান গায় যে পাখি..

ছেলে: ভালোবাসি,ভালোবাসি, ভালোবাসি তোমাকে

মেয়ে: সেই জীবনটা জীবন'ই হয়...

শুধু প্রেমেতে যে ডুবে রয়..

ছেলে: সেই জীবনটা জীবন'ই হয়...

শুধু প্রেমেতে যে ডুবে রয়..

মেয়ে: আসে স্বর্গ মাটিতে নেমে...

যখন হৃদয়ে হৃদয় রাখি...

ছেলে+মেয়ে: যখন হৃদয়ে হৃদয় রাখি...

মেয়ে: এসো এমনই প্রেম করি....

যেন মরে গিয়েও বেঁচে থাকি..

যেন মরে গিয়েও বেঁচে থাকি

ছেলে: এসো এমনই প্রেম করি....

যেন মরে গিয়েও বেঁচে থাকি..

যেন মরে গিয়েও বেঁচে থাকি....

মেয়ে: ভালোবাসি,ভালোবাসি,

ভালোবাসি তোমাকে

ছেলে: ভালোবাসি,ভালোবাসি, ভালোবাসি তোমাকে

ছেলে+মেয়ে: ভালবাসি,ভালবাসি,ভালবাসি তোমাকে

Mais de তন্ময়

Ver todaslogo

Você Pode Gostar