menu-iconlogo
huatong
huatong
-amay-nohe-go-cover-image

আমায় নহে গো, ভালবাস শুধু Amay Nohe Go

নজরুল গীতিhuatong
shalishia.stewardhuatong
Letra
Gravações
আমায় নহে গো, ভালবাস শুধু

নজরুল গীতি

আমা....য় নহে গো

ভালবাস শুধু ,ভালবাস মোর গান

আমা...য় নহে গো

ভালবাস শুধু, ভালবাস মোর গান

বনের পাখিরে কে চিনে রাখে

বনের পাখিরে কে চিনে রাখে

গা..ন হলে অবসা...ন

ভালবাস মোর গান

আমা....য় নহে গো

ভালবাস শুধু ,ভালবাস মোর গান

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে..

গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে..

চাঁদেরে কে চায়,কে চায়,কে চায়,

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে

গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে..

তুমি বুঝিবেনা, বুঝিবেনা, বুঝিবেনা..

তুমি বুঝিবেনা, বুঝিবেনা

আলো দিতে কত পোড়ে.

কত প্রদীপের ঠাই

ভালবাস মোর গান

আমা....য় নহে গো

ভালবাস শুধু ,ভালবাস মোর গান

যে কাটা লতার আঁখি জ..ল হায়

ফুল হয়ে ওঠে ফোটে...

ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু

ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু

শুন্য পত্রপুটে

ফুল হয়ে ওঠে ফোটে..

সবা...ই তৃষ্ণা মেটায় নদীরও জলে

কি তৃষা জাগে সে নদীরও হিয়া তলে

বেদনার মহাসাগরেরও কাছে

বেদনার মহাসাগরেরও কাছে

কর কর সন্ধা..ন

ভালবাস মোর গান

আমা...য় নহে গো

ভালবাস শুধু, ভালবাস মোর গান

বনের পাখিরে কে চিনে রাখে

বনের পাখিরে কে চিনে রাখে

গা..ন হলে অবসা...ন

ভালবাস মোর গান

আমা....য় নহে গো

ভালবাস শুধু ,ভালবাস মোর গান

Mais de নজরুল গীতি

Ver todaslogo

Você Pode Gostar