menu-iconlogo
huatong
huatong
avatar

অথৈ জলে ডুবে যদি

বশির আহমেদhuatong
Saiful_7811384huatong
Letra
Gravações
আ~~~আ~~~আ~~আ~~আ~

অথৈ জলে~ ডুবেই যদি মানিক পাওয়া যায়।

অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়।

তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটাকে

কাটিয়ে দিতাম আমি কিছুটা সময়

একলা বসেই ওগো সাগর বেলায়।।

অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়।।

~~~~~~~~~~~~~~~~~

পরশমনি রে বেধে বুকেরই তারে

পরশমনি রে বেধে বুকেরই তারে

বলতাম পেয়েছি আমি খুজেছি যারে

মুঠোয় নিতাম তুলে পরম পাওয়া।

মুঠোয় নিতাম তুলে পরম পাওয়া।

যা কিছু আমায় শুধু কাঁদায় হাসায়~~

অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়।।

~~~~~~~~~~~~~~~~~~

মানিক সে তো মন~

মিথ্যে সবই আর~

তারে ধরা যায় না~~~

তারে ছোঁয়া যায় না।~~~

সে তো শুধু কল্পনার।

মানিক সে তো মন মিথ্যে সবই আর

তারে ধরা যায় না তারে ছোঁয়া যায় না।

সে তো শুধু কল্পনার~

সে তো শুধু কল্পনার।

~~~~~~~~~~~~~~~~~

ইচ্ছার ঝিনুকে আহা মুক্তো জ্বলে।

ইচ্ছার ঝিনুকে আহা মুক্তো জ্বলে।

হৃদয় যদি সোনা হয় সহজে মেলে।

সোনার সোহাগে হিয়া হয় সোহাগী।

সোনার সোহাগে হিয়া হয় সোহাগী।

ভোলেনা তখন মন মৃগের মায়ায়।।

অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়।।

তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটাকে

কাটিয়ে দিতাম আমি কিছুটা সময়

একলা বসেই ওগো সাগর বেলায়।।

অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়।।

অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়~~~।।

~~~~~~~~~~~~~~~~~

Mais de বশির আহমেদ

Ver todaslogo

Você Pode Gostar