menu-iconlogo
huatong
huatong
-hd-cover-image

HD ভুল বুঝে চলে যাও

বাউল গানhuatong
sbmorganhuatong
Letra
Gravações

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও

সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও

সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

মন গগণে ফুল বনে তুমি বনমালী

আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি

মন গগণে ফুল বনে তুমি বনমালী

আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি

দুটি বীণা একটি সুর

ভালোবাসা কি মধুর

দুটি বীণা একটি সুর

ভালোবাসা কি মধুর

তোমায় ছেড়ে যতো দুরে রইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি

সে গানের ছন্দে দিতাম মুক্তা ঝরা হাসি

যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি

সে গানের ছন্দে দিতাম মুক্তা ঝরা হাসি

মিলন রজনী আজ ও তো ভুলিনি

মিলন রজনী আজ ও তো ভুলিনি

বিরহো রাগিনী হয়ে বাঁজবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

আরো নতুন পুরাতন গান পেতে

গুরে আসুন আমার সংবুক থেকে

ভাই বলো বন্ধু বলো কেও রবেনা পাশে মাতাল

রাজ্জাকেরই ওই পারের ডাক যদি চলে আসে

ভাই বলো বন্ধু বলো কেও রবেনা পাশে মাতাল

রাজ্জাকেরই ওই পারের ডাক যদি চলে আসে

ধুলা কাদা মুছিয়া বন্ধুয়ার কাছে যাইয়া

ধুলা কাদা মুছিয়া বন্ধুয়ার কাছে যাইয়া

চরণে লুটিয়া আমি রইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও

সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

ধন্যবাদ

Mais de বাউল গান

Ver todaslogo

Você Pode Gostar